Welcome to our latest blog post, “Facebook Caption Bangla: An Artful Expression of Emotion”. If you’re searching for the perfect way to convey your feelings, thoughts, or moments captured in a photograph, then you have arrived at the right place.
In this era of social networking, Facebook remains a favorite platform for many, and a captivating Facebook Caption in Bangla can enhance your posts, adding a unique touch of your personality and culture.
In this post, we will explore the art of crafting the perfect Facebook Caption Bangla that not only resonates with your thoughts and feelings but also sparks interest and interaction among your Facebook friends. From witty one-liners to soulful quotes, our collection of Facebook Caption Bangla will leave you spoilt for choice.
So, whether you are sharing a throwback picture or a celebratory moment, our guide on Facebook Caption Bangla will add the right amount of flair and emotion to your Facebook posts.
Facebook Caption Bangla
না বলাই হয়তো ভালো, ‘ভালোবাসি’ বলে ফেলাটা
অনেক বন্ধুত্বের সমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়।
তুমি যেমন দিবে ঠিক তেমনটিই ফেরত
পাবে হোক সেটা ভালোবাসা কিংবা সম্মান!
জীবন থেকে একটা জিনিস শিখতেছি,
চাইলেই সবার আপন হওয়া যায়না।
মানুষ আসলে যতটা আপন
সাজে ততটা আপন নয়!
মোবাইলে এমন কিছু নাম্বার থাকে,
যাতে না করা Call না Deleted
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে
যাবি যদি দুরে পাখি যারে উড়ে
কোরবোনা মানা তোরে।
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো
গুছিয়ে নিয়েছি।

জানি তুমি আসবে না ফিরে
বসবে না ভালো আমাকে।
পেয়ে গেছে সে নতুন ঠিকানা
তাই আর যোগ যোগ হয় না।
আরো একবার হাতটা ছুঁয়ে দেখো।
আজও আমাদের ইচ্ছে গুলি এক।
সরি তোর অনুমতি না নিয়েই
তোকে মিস করি।
জীবনে এমন কাউকে ভালোবাসো
যে তোমাকে ভালোবাসতে না পড়লেও
তোমাকে সম্মান করবে।
গরিব মানুষ স্যার
দিনে চাঁদ দেখি।
অভিমান ভুলে গেলেও, অপমান
কোনোদিন ভুলে যেতে নেই।
I’m Not Busy কিন্তু আসলে এখন
কারো সাথে কথা বলতে ভালো লাগেনা!
যারা খুব তাড়াতাড়ি বদলে যায় তারা
মানুষ না আবহাওয়া বোঝায় যায় না।
আমার পিছনে তারই কথা বলে যারা
আমার সামনে কথাবলার সাহস পায়না।
যেচে কথা বলি বলে
মূল্যহীন ভেবো না।
মুখের ওপর সত্যি কথা,
বলার মানুষগুলিই
আসলে সবার অপ্রিয় হয়।
আমি তাদের সন্মান করি যারা সন্মান
পাওয়ার যোগ্যতা রাখে।
Read More

অন্যের জন্য নিজেকে Change
করার কোনো প্রয়োজন নেই।
যে পছন্দ করবে সে নাহয়
একটু Adjust ও করে নেবে।
গবীর হতে পারি
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।
বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
Camera
দিয়ে মানুষের ছবিটা
তুলা যায় But চরিত্রটা নয়
দেখে নিস আমিও
একদিন বদলে যাবাে
তারপর শতবার ডাকলেও
আর ফিরে আসবাে না।
ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল।
মাঝে মাঝে হয়তো তুমি তোমার প্রিয় মানুষটি কে
মিস করোনাকিন্তু পুরোনো অনুভূতি গুলোকে Miss করো।
অনেক সাধনার পর পেয়েছি তোমায় আর তোমাকে হারাতে চাইনা
প্রিয় তুমি গুরুত্ব কমিয়ে দিয়েছো বলেই আমি শুধু দূরত্বটা বাড়িয়ে নিয়েছি
সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই
আগলে রাখতে শিখো প্রিয় ও জীবনে কিছু জিনিস বার বার আসেনা।
Captions For Facebook Bangla
বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়।

শেষ টা সুন্দর হওয়ার জন্যে প্রচুর অপেক্ষার প্রয়োজন
ভালোবাসাটা দামী হয় না ভালোবাসার মানুষটা দামী হয়।
খুব ভালো লাগে যখন তুমি হাজার ব্যস্ততার মাঝেও
আমার খোঁজে নাও
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
কিছু মানুষ কোনদিনও কারো প্রিয় হতে পারেনা – যেমন আমি
পাশে না থেকেও প্রতিটি মুহূর্তে তাকে অনুভব
করার নামই One Side Love
অন্যের জন্য নিজেকে Change করার কোনো প্রয়োজন নেই।
যে পছন্দ করবে সে নাহয় একটু Adjust ও করে নেবে।
অভিমান ভুলে গেলেও অপমান কোনোদিন ভুলে যেতে নেই।
I’m Not Busy কিন্তু আসলে এখন কারো সাথে কথা বলতে ভালো লাগেনা
আজকাল কারাে সাথে
মন খুলে কথা বলতেও
ভয় লাগে।
সবাইকে খুশি করার
চেষ্টা করে কোনাে লাভ নেই
কারণ প্রদীপের নিচেই
থাকে জমাট বাঁধা অন্ধকার।
নদীর এপাড় ভাঙ্গে ওপর গড়ে।
আমার সপ্ন গুলােও তেমনি
প্রতিদিনই কিছু ভাঙ্গছে।
আবার কিছু গড়ে উঠেছে।
উড়ে যেতে চায়?
যাক না সে অন্য দেশে।
ভুল হয়েছে হতেই পারে।
জন্ম যখন মানুষ বেশে।
ওই ব্যাকস্পেস টাই জানে
কত না বলা কথার মানে

মাথার উপর যে শূন্যতা তার
নাম আকাশ বুকে
ভেতর যে শূণ্যতা তার
নাম দীর্ঘশ্বাস।
বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
তুমিও বােঝ আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলাে আমিও বলি তবে
সােজাসুজি না।
গলেছে একটা মন
চেনা আলিঙ্গনে
ভিজেছে একটা মন সামান্য চুম্বনে।
ভালোবাসাটা দামী হয় না
ভালোবাসার মানুষটা দামী হয়।
খুব ভালো লাগে যখন তুমি হাজার
ব্যস্ততার মাঝেও আমার খোঁজে নাও
ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম
সবটাই আমার ভুল ছিল।
মাঝে মাঝে হয়তো তুমি
তোমার প্রিয় মানুষটি কে
মিস করোনা..কিন্তু পুরোনো
অনুভূতি গুলোকে Miss করো।
বাবা তাের ফোনের লক টা খুলে দে তাে।
আমি Fingerprint টা ভুলে গেছি।
শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।
বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
বন্ধুত্ব কখনাে হাড়ায় না
হাড়িয়ে যায় সেই মানুষটা
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না
Bangla Facebook Captions
শুধু Ego টাই না
দূরত্ব টাও বেড়ে গেছে।
পারলে Ego টা সরিয়ে
Ogo বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।

আমি এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেউ নাই।
কেউ কাউকে কিছু শেখায় না
ধাক্কা খেতে খেতে নিজেকে
শিখে নিতে হয়।
যার সাথে কথা না বলে বেশিক্ষন
থাকা যায় না
দেখবেন তার সাথেই আপনার
বেশি
আমি খুব শান্ত আর ভদ্র।
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।
প্রিয় তুমি গুরুত্ব কমিয়ে দিয়েছো বলেই,
আমি শুধু দূরত্বটা বাড়িয়ে নিয়েছি!
সময়ের সাথে কিছু ঠিক হয় না,
আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই!
আগলে রাখতে শিখো প্রিয় ও জীবনে
কিছু জিনিস বার বার আসেনা।
বাস্তবতা মেনে নিতে শিখলে
খুব সহজেই ভালো থাকা যায়।
শেষ টা সুন্দর হওয়ার জন্যে
প্রচুর অপেক্ষার প্রয়োজন।
তোমাকে ভালোবাসার পর কিজানি কেনো আর অন্য কাউকে ভালোলাগেনা।

তারপরেও প্রেম এসেছে বহুবার কিন্তু ভালোবাসা’ ওই একেবারেই।
কিছু গল্প প্রেমে পরিণত হয় আর কিছু প্ৰেম গল্পে ৷
আমার পরান যাহা চায় তুমি তাই
প্রথম প্রেম তো আবেগ শেখায় আর শেষ প্রেম ভালোবাসতে শেখায়।
একটি গাছ দুটি গোলাপ গোলাপ দুটি লাল। তোমায় আমি বাসবো ভালো চিরো কাল।
জিরাফের সাধ নাই মাঠে-ঘাটে
ঘুরিতে ফড়িঙের ঢং ধরি
সেও চায় উড়িতে।
আমিও প্রেমে পরতে চাই।
কেউ একটু ধাক্কা দিবি?
যখন তােমার একা লাগবে
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়াটা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো।
কেউ ভালবাসে
কেউ টাইমপাশে
দুনিয়া থাক দুনিয়াতে
আমি থাকি আমাতে।
প্রার্থনা করি ভালোবাসে
তাকেই যেন পায়।
কেননা
অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায়।
যার সাথে কথা না বলে বেশিক্ষন
থাকা যায় না
দেখবেন তার সাথেই আপনার
বেশি
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।
আগে ভালােবাসতে গেলে মন লাগতাে
এখন যােগ্যতা লাগে
একমাত্র গল্পকারই জানে
সব চরিত্র কাল্পনিক হয় না
সব গল্প গল্প হয় না

সম্পর্ক শব্দটা খুব ছােট
কিন্তু গড়াটা ভীষণ কঠিন
সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।
তার পরেও প্রেম এসেছে বহুবার,
কিন্তু ভালোবাসা’ ওই একেবারেই।
কিছু গল্প প্রেমে পরিণত হয়,
আর কিছু প্ৰেম গল্পে ৷
আমার পরান যাহা চায়, তুমি তাই!
Facebook Bangla Captions
মনটাও কি জিনিস বুকের
মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না
বেশি Take Care করলে
সে তাে তােমাকে Over Take
করেই চলে যাবে।
কোথাই খুঁজবাে তাকে?
সে তো হরাইনি বদলে গেছে।
ভালো থাকিস
বলেই আমাদের গল্পটা শেষ।

ভালােবাসা থেকে বিয়ের দূরত্ব
হল বেকারত্ব।
ভেবে ছিলাম তাের রাজ্যের রাজা হবাে।
But জানতাম না।
তাের রাজ্যে প্রহরীর চেয়ে
রাজার সংখ্যা বেশি।
আমার কোনাে পােস্ট দেখে যদি
আপনার ফাটে তবে বুঝবেন
ওটা আপনার জন্যই ছিল।
ফুচকা is LOVE
তেঁতুলজল is EMOTION
প্রথম প্রেম তো আবেগ শেখায়,
আর শেষ প্রেম ভালোবাসতে শেখায়।
একটি গাছ দুটি গোলাপ গোলাপ দুটি লাল,
তোমায় আমি বাসবো ভালো চিরকাল।
অনেক সাধনার পর পেয়েছি তোমায়,
আর তোমাকে হারাতে চাইনা!
তোমাকে ভালোবাসার পর কি জানি
কেন আর অন্য কাউকে ভালো লাগে।
নিরবতা অনেক কথা বলে। যা বোঝার ক্ষমতা সবার থাকে না।
একবার বিশ্বাস ভেঙে গেলে Sorry কোনো কাজেই আসে না
অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যাক্তিগত।
কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় ।

না বলাই হয়তো ভালো ‘ভালোবাসি’ বলে ফেলাটা
অনেক বন্ধুত্বের সমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়।
জীবন থেকে একটা জিনিস শিখতেছি চাইলেই সবার আপন হওয়া যায়না।
মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয়
মোবাইলে এমন কিছু নাম্বার থাকে যাতে না করা Call না Deleted
অবহেলার আরেক নাম একটু পর কথা বলি এখন একটু ব্যস্ত আছি
হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে
আমি Just আমি অন্য কারো কাছে না হলেও
নিজের কাছে ভীষণ দামী
অপেক্ষা সেই করে যে মন থেকে ভালোবাসতে পারে।
কথা দেয় অনেকেই কথা রাখে কজন
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন
সব সম্পর্কের পাসওয়ার্ড একটাই বিশ্বাস
যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প
হাসতে খুব ভালো লাগে আমার সেটা ছবিতে হোক বা বাস্তবে
Facebook Captions in Bangla
একসময় যার হৃদয়ে থাকতাম
এখন তার ব্লকলিস্টে।
আমার আমি বড্ড দামি।

পারলে গিয়ে স্বপ্ন কিনিস বাজারে
মিথ্যে প্রতিশ্রুতি বিকিয়ে আসিস না।
পুরোনো সব অতীত জেনেও ধরেছে যে হাত।
কভু তাকে দিওনা ছেড়ে দিয়ে অজুহাত।
বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হল বুঝতে পারা আর বোঝাতে পারা
ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো তবে
উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় সারাজীবনের জন্য
স্মৃতি সবার কাছেই আছে যা কাউকে হাসায় আর কাউকে কাঁদায়।
আজ হয়তাে অন্য কারাে
ভালােবাসার মানুষ তুমি
অন্য কারাে ক্যানভাসে আঁকা ছবি
অভিমান জমে জমে
আমি আজ ব্যাথাহীন।
জন্ম নিয়েছি।
কারাে মনের মতাে
হওয়ার জন্য নয়
বরং নিজের মতাে
করে বাঁচার জন্য
অভিমানী মন
কুড়ে কুড়ে খাচ্ছে
আমায় সারাটাক্ষণ।
বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
হঠাৎ একদিন চলে
গেছাে তাতে ক্ষতি নেই।
কারণ জীবন তবুও চলবে
জীবনের গতিতেই।
অবহেলায় লােহাতেও মরচে পরে
আর আমরা তাে
রক্তমাংসের মানুষ মাত্র।
ধৈর্য মানুষের উন্নতি করে।
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।

মানুষ এক আশ্চর্য জীব। জ্যোৎস্নার গালে-
ভালোবাসা জমিয়ে রাখে। ঘৃণার আড়ালে
দুচোখে রাত নামে। ফিরে আসে ভোর-
ক্লান্তিতে আজও আরাম। মায়ের আদর…
হাওয়ায় চিঠি আসে। ফের ভাঙে মন-
পাখিকে পিওন ভাবি। তোমাকে উঠোন…
তুই ঠিকই বলেছিলিস
Yes I Deserve Better
মন থেকে মন যাচ্ছে দূরে। একলা হওয়ার পরও…
তবু এ হৃদয়েই চাইছি তোমার জরুরি অবতরণ…
পারাপার করে বহু লোক। এই মন দূর থেকে সাঁকো।
এ শহরের গন্ধ মেখে ছুটে যায়, যাকে তুমি ‘ট্রাম’ বলে ডাকো।
যার ভালােবাসা যত গভীর
তার ভালােবাসার প্রকাশ তত কম।
ভালােবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়
প্রকাশ করার বিষয় নয়।
প্রেমের মধ্যে ভয় না থাকলে
রস নিবিড় হয় না।
সাধারণত আমি খিস্তি মারি না
আর যদি মেরে থাকি-তাহলে
You deserve it
আমি হয়তো দুষ্টু
কিন্তু খারাপ না।
পড়াশুনা করে অনেক
কিছু করতে হবে আমাকে।
কিন্তু পড়াশুনাটাই
তাে ভাল লাগে না
Facebook Caption in Bangla
দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা।
My Life My Rules কেউ আমাকে পছন্দ
করুক বা ঘৃনা করুক I Don’t Care OK

রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।
মনের আকাশে যবে ভাসালি ডানা
সেদিনও আমি তোরে করিনি মানা
সুখ পাখি দুঃখ রাগে থাকবি কেন
যা যা হৃদয় শূন্য করে।
মায়বন বিহারিনী হরিণী
গহন স্বপন সঞ্চারিনী
কেন তারে ধরিবারে করি পন
অকারণ।
থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাসরীর সুরেতে
পরশ করিব ওর তন মন
অকারণ।
কত স্বপ্নের অলিগলি খুঁজেছি ছোটোবেলায়
আজ বড্ড বড় হয়ে গেছি
খেলছি শুধু বেঁচে থাকার খেলা।
হতে চাইনা কারোর মতন থাকতে চাই শুধু নিজের মতন।
কাছে আসা সহজ যত্ন নেওয়া নয় প্রেমে পড়া সহজ ভালোবাসা নয়।
সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন।
চঞ্চল ছিলাম পরিস্থিতি আমায় শান্ত থাকা শিখিয়ে দিয়েছে।
যাকে যতোটা তুমি মুল্য দিচ্ছি সে ততটাই সস্তা ভাবছে বাহ রে বাহ।
কথা দিতে সবাই পারে কথা রাখতে সবাই পারে না।
জীবনে ভুল মানুষ গুলোর আসা জরুরি নয়তো
সঠিক মানুষ গুলোকে চেনা যায় না

শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায়।
চাইলেই যদি পাওয়া যেত তাহলে পৃথিবীতে
কোনো গল্পই অসমাপ্ত থাকতো না।
যারা খুব তাড়াতাড়ি বদলে যায় তারা মানুষ না আবহাওয়া বোঝায় যায় না।
আমার পিছনে তারই কথা বলেযারা আমার সামনে কথাবলার সাহস পায়না।
বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না
মুখের ওপর সত্যি কথা বলার মানুষগুলিই আসলে সবার অপ্রিয় হয়।
আমি তাদের সন্মান করি যারা সন্মান
পাওয়ার যোগ্যতা রাখে।
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
ঠকতে রাজি আছি কিন্তু ঠকাতে নয় হ্যা এটাই আমি।
সব ‘চাওয়ার’ প্রাপ্তি নেই! সব ‘পাওয়ার’ তৃপ্তি নেই।
মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়।
আমার সুখের ঠিকানা…শুধুমাত্র তুমি৷
ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটাই ভালোবাসা!
হাজার বিকল্প এলেও আমার তোমাকেই চাই৷
ছোট বেস্ট বাংলা ক্যাপশন ফেসবুকের জন্য
কার খবর কে রাখে..হাসলে কী সবাই ভালো থাকে।
Caption in Bangla Facebook
এমন একটা সময় ছিল আমিও
কারো প্রিয়জন ছিলাম।
তুই হাসলি যখন তখনই হলো এই মন তোর

তুমি প্রেমে বিশ্বাসী আর আমি ভালোবাসায়
কিছু ভালোবাসা এমনই হয়,
সবসময় আড়ালেই থেকে যায়।
মন অনেকের ভাল হলেও
কপালটা সবার ভাল হয় না
সময়কে সময় দিন
সব ঠিক হয়ে যাবে।
দূরত্ব বাড়লে যোগাযোগ নিভে যায়।
না বয়ে সময়ের চোরা স্রোতে
আজ ভেসে যাই কল্পনাতে।
প্রিয়জনকে প্রয়ােজন বানাও
প্রয়োজনে কাউকে প্রিয়জন
বানিও না
যেচে কথা বলি বলে
মূল্যহীন ভেবো না।
আপনারে দীপ করি জ্বালাে
আপনার যাত্রা পথে আপনি
দিতে হবে যে আলাে।
ভূলিনিতো আমি
তোমার মুখের হাসি।
আমার গাওয়া গানে
তোমায় ভালোবাসি।
কান পেতে শোন বুকের ভিতর স্পন্দনটাও
শুধু তোকেই খোঁজে।
শুধু ইগোটাই না
দূরত্বটাও বেড়ে গেছে।
পারলে ইগোটা সরিয়ে
ওগো বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।
পারলে নদী হয়ে যাস
হয়ে যাস জোৎস্নার রূপকথা
কোনোদিন পারলে হোস ভালোবাসা।
বদলেছে দুজনেই
এক জন নিজের ইচ্ছায়
এক জন বাধ্য হয়ে।

আমি হাঁসতে ভালােবাসি কারণ
হাঁসিটাই তাে দুঃখ
লুকানাের একমাত্র অস্ত্র
আমার এ পথে নেই
যে কোনো পাপ।
ভালােবাসাটা ছিলাে
শুধুই অভিশাপ।
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি! শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
ঠকতে রাজি আছি কিন্তু
ঠকাতে নয় হ্যা, এটাই আমি।
কাছে আসা সহজ, যত্ন নেওয়া নয়
প্রেমে পড়া সহজ, ভালোবাসা নয়।
সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়
সেটা হলো মানুষের মন।
ভুল বুঝে কতো দিন
দূরে সরে থাকবে
কবে কাছে এসে বলো এ জ্বালা জুড়াবে
তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখতে যাই।
Caption Bangla Facebook
Facebook Caption Bangla, Captions For Facebook Bangla, Bangla Facebook Captions, Facebook Bangla Captions, Facebook Captions in Bangla, Facebook Caption in Bangla, Caption in Bangla Facebook, Caption Bangla Facebook, Caption Bangla For Facebook.
জানি না তুমি চাও কিনা আমায়
বসে থাকি তোমার অপেক্ষায়
এই মন আরো ভালোবাসতে চায়
বোঝো না কেন তুমি ?
একের পর এক দিন যে কেটে যায়-
তোমার দেখা পাই না কেন হয়
মত্ত থাকি শুধু তোমার নেশায়।
কি করে বোঝাই আমি।
মানুষের কিসের এত অহংকার
যার শুরু এক ফোঁটা রক্তে।
আর শেষ হল মৃত্তিকায়।
অন্ধকারে মানুষ একটু এল পেলে
জীবন ফায়ার পেতে চায়।
কিন্তু আমি তোমাকে চাই।

Perfect কাউকে চাই না
বিশ্বাস করা যায় এমন
এক জন হলেই হবে।
।হাতে লেখা চিঠি তুমি লেখো নাতো আর
সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার
শুধু মুখমুখী বসে থাকা ব্যস্ত পারিস্তায়।
কালো হয়ে যাচ্ছে আকাশের কোণ
ভেসে যাবে আমার শহর এখন
হাঁটু জলে ফিরে যাবো ওক্কুর দত্তলেন
তুমি আর যাই হও-তুমি নও বনলতি সেন।
বড় ইচ্ছে করছে ডাকতে
তার গন্ধে মেখে থাকতে
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়
তাকে আঁটকে রাখার চেষ্টা
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে।
শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসা।
এক থাকতে শেখ দেখবে কষ্ট কমে গেছে।
জীবনের একটা গল্প লিখতে বসলাম
-দুঃখ গুলো লেখা শেষ
কিন্তু যখনি সুখ লিখতে যাবো
ঠিক তখনি কলমের কালী শেষ। এটাই জীবন।
দূরে থাকি না তো
তোর চার পাশে এত মানুষ
তাই কাছে যেতে পারি না।
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাকে না ক্ষত।
আগুন দিলেই পুড়বো নাহয়
রঙ মশালের মত।

দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়।
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়।
নিজের খেয়াল মতো আসবি যাবি
এ মন দুয়ার তবু খোলাই পাবি
মেঘলা আকাশে আজ থাকবি কেন
যা যা হৃদয় শূন্য করে।
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি।
যদিও গল্পটা ব্যর্থতায় ভরা
তবুও আমি আমার গল্পে সেরা।
শুধু তুমি চাও যদি
সাজাবাে আবার নদী।
Caption Bangla For Facebook
Facebook Caption Bangla, Captions For Facebook Bangla, Bangla Facebook Captions, Facebook Bangla Captions, Facebook Captions in Bangla, Facebook Caption in Bangla, Caption in Bangla Facebook, Caption Bangla Facebook, Caption Bangla For Facebook.
ভালােবাসা হােক কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই বিশ্বাস
ভালােবাসাতেও বাড়ছে রােজই
মন্দবাসার হার
অনাদরে থেকেই বরং
বাড়ুক আবদার।
সম্পর্ক চলা কালীন নয়
সম্পর্ক ভাঙার পর বুঝবে
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।

তোমার ভালোবাসাটা মিথ্যা
হলেও অভিনয়টা পারফেক্ট ছিল।
নিরবতা অনেক কথা বলে।
যা বোঝার ক্ষমতা সবার থাকে না।
একবার বিশ্বাস ভেঙে গেলে Sorry
কোনো কাজেই আসে না!
অনুভূতিটা আমার একান্ত,
চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত।
কখনো কখনো গুরুত্ব বোঝানোর
জন্য দূরত্বের প্রয়োজন হয় |
কি অদ্ভুত তাই না
প্রেম ও তার সাথে হয়
যে আমার কপালে নেই।
চেনা মুখ অচেনা হৃদয়
মুখোশের আড়ালে সে গল্প শোনায়।
চোখ থাকলেই দেখা যায় না
চার পশে আলো থাকতে হয়।
মানুষ হলেই মানুষ হয় যায় না
ভালো মন থাকতে হয়।
কার খবর কে রাখে
হাঁসলেই কি সবাই-
ভালো থাকে?
ততটা ভালো থেকো
যতটা ভালো থাকলে আমাকে
আর মনে পড়বে না।
নিঃসঙ্গতার খাঁচায় বন্দি প্রাণ
কিচ্ছু চাইনি আমি।
আজীবন ভালবাসা ছাড়া।
মানুষ রােগে কম মরে।
ভালােবাসায় বেশি
নাই যদি বা এলে তুমি
এড়িয়ে যাবে তাই বলে?
অন্তরেতে নাই কি তুমি
সামনে আমার নাই বলে।

সময়ের সমুদ্রে আছি
কিন্তু একমুহূর্ত সময় নেই।
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
যেটা ছিল না ছিল না
সেটা না পাওয়ায় থাকে।
সব পেলে নষ্ট জীবন।
অভাগা কপাল তবু
এতো কেন আশা
চাতকের মতো মন চায় ভালবাসা
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে মাথায় সে উঠেছে।
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাট দুপুরের আবদার।
যা পেয়েছো তা হারিয়ো না।
যা হারিয়েছো তা পেতে চেয়েওনা।
যা পায়নি
তা কখনো তোমার ছিলনা।
এক দিন আমার সব ছিল
আজ আমি ছাড়া আমার কেউ নেই।
কিছু চাই নি আমি
ভালোবাসা ছাড়া
আমিও তাদের দলে বার বার
মরে যায় যারা।
সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল
বেদনারার কাঁদে।
লুকিয়ে কেঁদে নিলেও কেউ জানতে পারে না।
ভাগ্যিস চোখের জলের কোনো গন্ধ হয় না।
In conclusion, crafting the perfect Facebook caption in Bangla and Facebook Caption Bangla can indeed amplify the impact of your posts, making them more engaging and relatable to your audience.
A great Facebook caption in Bangla can serve as the icing on the cake, adding depth to your visuals and making your posts more shareable. Remember, a well-crafted caption can evoke emotions, spark conversations, and help build a stronger connection with your audience.
Whether you’re sharing an inspirational quote, a witty remark, or a simple day-to-day update, a compelling Facebook caption in Bangla can make all the difference. The beauty of the Bangla language combined with the power of your creativity can turn any ordinary post into a captivating story.
So, the next time you’re about to post on Facebook, take a moment to craft that perfect Facebook caption in Bangla. After all, your captions are not just words, they are the voice of your digital persona.
Tags: Facebook Caption Bangla, Captions For Facebook Bangla, Bangla Facebook Captions, Facebook Bangla Captions, Facebook Captions in Bangla, Facebook Caption in Bangla, Caption in Bangla Facebook, Caption Bangla Facebook, Caption Bangla For Facebook.
Pingback: Telugu Captions: 200+ Best Captions in Telugu For Instagram - Status & Quotes
Pingback: Bengali Captions : ক্যাপশন বাংলা, Love & Attitude Captions in Bangla 2023 - Quotes and Captions